• Breaking News

    Wednesday, March 1, 2017

    লিফট-গাড়ি নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন সৌদি বাদশাহ

    বিলাসবহুল গাড়ি

    সব মিলিয়ে ৪৫৯ টন মালামাল। এর মধ্যে দুটো মার্সিডিজ গাড়ি এবং দুটো লিফট সাথে নিয়ে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।
    তার মালামাল বহন করার জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। সে কোম্পানি আলাদা কার্গো বিমানে এ মালামাল বহন করবে।
    ৪৫৯টন মালামালের মধ্যে ৬৩টন মালামাল নামানো হবে জার্কাতায় এবং বাকি ৩৯৬টন নামানো হবে বালি দ্বীপে। বালি দ্বিপে অবকাশ যাপন করবেন সৌদি বাদশাহ।
    সৌদি বাদশাহর এ সফরে তার সাথে ৬২০ জন সফরসঙ্গী যাচ্ছেন। এছাড়া আরো ৮০০ সদস্যের প্রতিনিধি যাচ্ছেন এ সফরে। মোট ২৭টি ফ্লাইটে করে তারা জার্কাতায় পৌঁছাবেন। এতো বিপুল মালামাল এবং সফর সঙ্গী নিয়ে ভ্রমণ করা সৌদি বাদশাহদের জন্য স্বাভাবিক বিষয় হলেও ইন্দোনেশিয়ার মানুষের কাছে এটি বেশ আগ্রহ তৈরি করেছে।
    ৪৭ বছরের মধ্যে কোন সৌদি বাদশাহ ইন্দোনেশিয়া সফর করছেন। ১৯৭০ সালে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ জার্কাতা সফরে গিয়েছেন।
    বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এবার ইন্দোনেশিয়া ছাড়াও এশিয়ার আরো পাঁচটি দেশ সফর করবেন। এ দেশগুলোর মধ্যে রয়েছে - মালয়েশিয়া, ব্রুনাই, জাপান, চীন এবং মালদ্বীপ।
    গত সোমবার মালয়েশিয়া পৌঁছানোর মধ্য দিয়ে সৌদি বাদশাহ তার সফর শুরু করেছেন। তার এ সফরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে দু'দেশের কর্মকর্তারা আশা করছেন।
    বুধবার তার ইন্দোনেশিয়া সফর শুরু করার কথা রয়েছে।

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel